প্রশ্ন : আমার ছোট ভাই কে আব্বা শখ করে মাদ্রাসা পড়ালো, সে যেন বড় হয়ে বড় আলেম হয়। কিন্তু সে আলিম পাশ করে অনার্সে ভর্তি হয়! সে মাদ্রাসা পড়লেও নিয়মিত নামায পড়ে না! এটা নিয়ে আমরা খুব হতাশ। তাকে হেদায়েত এর জন্য অনেক বুঝানো হলো, সে হয় না। কোন পরামর্শ আছে কি?

উত্তর :

হ্যাঁ, তাকে বুঝাতে থাকতে হবে। পাশাপাশি আপনার আব্বা আম্মা তার জন্য দুআ ও কান্নাকাটি করতে থাকবেন। সবথেকে উত্তম হল কোন আল্লাহ ওয়ালার নিকট আসা যাওয়া করা। এর দ্বারাই পরিবর্তন সবচে কার্যকারী। এক্ষেত্রে পরিবেশও একটা মুখ্য বিষয়। বাসায় দ্বীনী পরিবেশ না থাকলেও এমনটি হয়ে থাকে। তাই বাসার পরিবেশও শুধরানো জরুরী।

Loading