প্রশ্ন : স্বামীর অমতে আমি চাকুরি করতে পারব কি না? (যে চাকুরিতে পর্দা ঠিক থাকবে এবং শরিয়ত লঙ্ঘিত হবে না এমন চাকুরি)। উল্লেখঃ আমার স্বামী আমার প্রতি আন্তরিক না। আমার চাহিদা ইচ্ছার উপর বরাবরই অবহেলা করে। তার উপার্জন অনুযায়ী সে আমাকে খোরপোষ দেয় না। উপরন্তু আমার বাবার বাড়ি থেকে বিভিন্ন জিনিস পাওয়ার আশা করে। মন মত না হলে আমাকে কথা শুনাতেও ছাড়ে না। বি দ্রঃ আমার একটি ১০ মাস বয়েসি মেয়ে সন্তান আছে।

উত্তর :

না, স্বামীর অমতে চাকরি করা জায়েয হবে না। আর আপনার হকের ব্যাপারে তাকে কুরআন হাদীসের দৃষ্টিতে বুঝাতে থাকুন। ভালোবাসার দ্বারা মন জয় করার চেষ্টা করুন। সব ঠিক হয়ে যাবে ইংশাআল্লাহ।–সূরা আহযাব, আয়াত নং ৩৩; সুনানে তিরমিজী, হাদীস নং ১১৫৯

Loading