প্রশ্ন : আসসালামু আলাইকুম, অনেক মসজিদে দেখা যায়- কাঠের জুতার বক্সের দুই পাশ এবং উপর দিয়ে সুতরার জন্য দেয়া আছে। কিন্তু আমি উক্ত জুতার বক্সের সামনে দিয়ে যেতে অনেকটা ভয় পাই। কেননা দুই পাশ ও উপরে কাঠ দেয়া মাঝখানে ফাকা। আমার প্রশ্ন হলো উক্ত জুতার বক্সটা কি সুতরা হিসাবে ধর্তব্য হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, প্রশ্নোক্ত পদ্ধতিতে দেওয়া কাঠ সুতরা হিসেবে ধর্তব্য হবে।–রদ্দুল মুহতার ৪/৪৯৯ (শামেলা); ফাতাওয়া হিন্দিয়া ৩/৩৪৪ (শামেলা)

Loading