প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার ৪ টা স্বপ্ন ১। আমার ছোট মামা হজ্জে গিয়ে একদিন স্বপ্নে দেখলো যে, উনি ওনার বড় ভাইকে কোলে করে জানাজা এবং দাফন করার জন্য (বর ভাই অলরেডি মারা গিয়েছে ৫ বছরের মত হয়ে গেছে) উনি হারাম শরীফে নিয়ে গেছে। ২। আমার ব‌ড় মামাও হজ্জে গিয়ে (ছোট মামা ও বড় মামা এক সাথে হজ্জে গিয়েছিলো) দেখলো, উনার মৃত ছোট ভাই গরূর পেট থেকে 2 টা বাচ্চা বাহির করল। প্রথম বাচ্চাটা ছিল অনেক সুন্দর ও স্বাস্থ্যবান। কিন্তু 2 নম্বর বাচ্চা টা বের করতে উনার ( মৃত ভাইয়ের ) অনেক কষ্ট হলো আর বাচ্চাটা অনেক রোগা ছিল। ৩। বড় মামা আবার একদিন দেখলো বানের পানি উনার দিকে আসতেছে আর উনি অন্য দিকে 2 জন পরিচিত মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। আর মামা ঐ মহিলাদের দেখে ভয় পাচ্ছিল ৪। আমি গতকাল রাতে স্বপ্নে দেখলাম অনেক গুলো ইঁদুরের বাচ্চা ঘরের মাঝে দৌড়াদোরি করছে। কিন্তু কেউ একজন বাচ্চা গুলো মেরে ফেলেছিল। এক পর্যায়ে আমিও পা দিয়ে একটা বাচ্চা মেরে ফেলি। হুজুর কষ্ট করে একটু স্বপ্নের তাবীরটা জানাবেন। কৃতজ্ঞ থাকব। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করূক।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। এই স্বপ্নে আপনার ছোট মামাকে তার ভায়ের জন্য ঈছালে ছাওয়াব অর্থাৎ নেক আমলের ছাওয়াব তার ভায়ের জন্য পাঠাতে উদ্বুদ্ধ করা হয়েছে। আর তার সামর্থ্য থাকলে তার জন্য বড় ভায়ের বদলী হজের ব্যবস্থা করা উত্তম হবে।
২। উক্ত স্বপ্নে তাদের হজের আমলের প্রতি আরো যত্নবান হতে উদ্বুদ্ধ করা হয়েছিল।
৩। উক্ত স্বপ্নে তাকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।
৪। এ স্বপ্নের বাহ্যিক তেমন কোন তাৎপর্য বুঝে আসে না।

Loading