প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার স্বপ্ন নিয়ে ২টি প্রশ্ন আছে। ১। কোন সময় স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা বেশি? ২। কেউ যদি ফজরের ওয়াক্তে কোনো খারাপ স্বপ্ন দেখে তাহলে কি সেটা সত্যি হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। আল্লাহ তাআলাই ভালো জানেন।
২। আল্লাহ তাআলাই ভালো জানেন।
তবে হাদীস শরীফে কিছু আমলের কথা আছে। স্বপ্নে ভয়ংকর কিছু দেখে উক্ত আমলগুলো করলে ইংশাআল্লাহ কোন ক্ষতি হবে না।
স্বপ্নে ভয়ঙ্কর কোন কিছু দেখে ঘুম ভেঙ্গে গেলে বাম দিকে তিনবার থুথু ফেলবে। অতঃপর এই দুআ পড়বে-
أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ
তারপর এই দুআ পড়বে-
اللَّهُمَّ اِنِى أَعُوذٌ بِكَ مِن شَر ھذه الرؤیا
এবং পার্শ্ব পরিবর্তন করে শয়ন করবে। তাহলে তা তার কোন ক্ষতি করতে পারবে না।
(সহীহ মুসলিম, হাদীস নং ৬০৩৪, ৬০৪০, ৬০৪১)

Loading