প্রশ্ন : এমন ব্যক্তি যার পেছনের রাস্তা দিয়ে রক্ত বের হয় তার ইমামতি বৈধ কিনা?

উত্তর :

কোন ব্যক্তির যদি রক্ত অনবরত এমনভাবে আসতে থাকে যে, নামাযের পূর্ণ ওয়াক্তের মধ্যে এতটুকু সময়ও বিরতি হয় না, যার মধ্যে সে শুধু উযূর ফরজ অঙ্গগুলো ধুয়ে সংক্ষেপে ফরজ নামায আদায় করতে পারে, তবে সে মাযূর গণ্য হবে। পরবর্তী ওয়াক্ত সমূহে উক্ত ওযর একবার পাওয়া গেলেও সে মাযূর থাকবে। পুরো ওয়াক্ত জুড়ে আসা জরুরী নয়। তবে কোন ওয়াক্তের মধ্যে যদি উক্ত ওযর একবারও দেখা না যা তখন আর মাযূর বলে গণ্য হবে না। এমন ব্যক্তির পিছনে সুস্থ মানুষের নামায সহীহ হবে না। অনুরুপভাবে কোন ব্যক্তির যদি যখন তখন রক্ত চলে আসে তবে এরূপ ব্যক্তিকেও ইমাম বানানো যাবে না। বরং কোন সুস্থ সবল মানুষকে ইমাম বানানো জরুরী।–আদ্দুররুল মুখতার ১/৫৭৮; আলবাহরুর রায়েক ১/৬৩০; ফাতাওয়া হিন্দিয়া ১/৪০; মারাকীল ফালাহ, পৃষ্ঠা ১৪৯

Loading