প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ হযরত সীন পেশ সু এবং সদ পেশ সু এর মধ্যে উচ্চারণের দিক থেকে কোনো পার্থক্য আছে কি? অর্থাৎ ‘সু’ শব্দটি শুনলে আমি কিভাবে বুঝব এটি সীন নাকি সদ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। س এর চেয়ে ص কিছুটা মোটা হয় ইস্তি’লা ছিফাতের কারনে। আসলে এগুলো সামনাসামনি মশক ছাড়া দেখানো বা বুঝানো মুশকিল। তাই আপনি আশপাশের কোন কারী সাহেব বা আলেম থেকে বিষয়টি বুঝে নিবেন।

Loading