প্রশ্ন : আমার কাছে ১,০০,০০০.০০ টাকা জমা আছে। ব্যাংক থেকে ৫০,০০০.০০ টাকা ঋণ নেয়া আছে যা ঘর সম্প্রসারণের জন্য নেয়া হয়েছিল। কিন্তু ঘর এখনো সম্প্রসারণের কাজ শুরু করা হয়নি। এখন আমার জানার বিষয় আমার কত টাকার উপর যাকাত দিতে হবে? ১,০০,০০০.০০ টাকার উপর যাকাত নাকি ৫০,০০০.০০ টাকার উপর যাকাত দিতে হবে?

উত্তর :

না, ঋণ নেয়া পঞ্চাশ হাজারের যাকাত আদায় করতে হবে না। বরং বছরান্তে উক্ত এক লক্ষ টাকার যাকাত দিতে হবে। পাশাপাশি অন্য কোন যাকাতযোগ্য সম্পদ (যেমন সোনা, রূপা, ব্যবসার মাল) থেকে থাকলে তারও যাকাত আদায় করতে হবে।–ফাতহুল কদীর ২/১৬০; তাবয়ীনুল হাকায়েক ২/২৬

Loading