প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, হযরত আমি জানতে চাচ্ছি কোন মহিলার কাছে ৪ তোলা স্বর্ণ আছে বা ২ তোলা স্বর্ণ আছে যেগুলোর মূল্য হিসাব করলে রুপার নেসাব হবে। তখন তার উপর কুরবানী ওয়াজিব হবে কি? দলীলসহ জানালে আমি কৃতজ্ঞ হব৷

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
না, শুধু ২/৪ ভরি স্বর্ণ থাকলে কুরবানী ওয়াজিব হবে না। তবে স্বর্ণের সাথে যদি কিছু রুপা থাকে বা প্রয়োজনের অতিরিক্ত কোন টাকা থাকে বা কোন ব্যবসার সম্পদ থাকে তাহলে উক্ত মহিলার নেসাব স্বর্ণ থেকে রৌপ্যের দিকে পরিবর্তন হবে। সেক্ষেত্রে তার উপর কুরবানী ওয়াজিব হবে।-রদ্দুল মুহতার ৯/৫২০; মাজমাউল আনহুর ৪/১৬৭; আল-বাহরুর রায়েক ২/৪০০; শরহু মুখতাসারুত ত্বহাবী ৭/৩০৫; বাদায়েউস সানায়ে ৪/১৯৬

Loading