প্রশ্ন : আসসালামু আলাইকুম। বারবার স্ত্রীকে বুঝানো স্বত্বেও স্ত্রী বুঝতে চায়না, তার নিজের বাবা মায়ের কথামত চলে, স্বামী, শ্বশুর, শ্বাশুরীকে রেখে বাবার বাড়ীতে থাকে। স্বামীর আর্থিক অবস্থা খারাপ হওয়ায় স্বামীর সাথে থাকতে চায়না। সে বলে যার টাকা নাই, তার বউও নাই। বারবার বুঝিয়ে নিয়ে আসলেও আবার চলে যায়। এক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে বলে, তুমি এভাবে চললে, তোমাকে আমি রাখব না, এত কথা কাটাকাটি করে তো থাকা যায় না। আমার যেহেতু আর্থিক অবস্থা খারাপ, তোমার চাহিদা মত আমি সবকিছু দিতে পারি না। তাই আলাদা হয়ে যাওয়াই ভাল। তুমিও ভাল থাক, আমিও থাকি। প্রশ্ন-১: একথা স্ত্রীকে বললে কি তালাক হয়ে যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না।–ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৪; রদ্দুল মুহতার ৩/২৩০; তাবয়ীনুল হাকায়েক ৩/২০

Loading