প্রশ্ন : হুজুর আসসালামু আলাইকুম। ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোন শিরকী চিন্তা করে কিন্তু তা বিশ্বাস করে না তবে কি সে মুশরিক হবে? মুশরিক যদি না হয় তবে কি এজন্য গুনাহ হবে? কোনটা অনিচ্ছাকৃত আর কোনটা ইচ্ছাকৃত তা বুঝব কিভাবে?

উত্তর :

ওয়া আলাইকুমস সালাম
না, মুশরিক হবে না। তবে ইচ্ছাকৃতভাবে চিন্তা করা অন্যায়।
যে চিন্তা অজান্তেই চলে আসে তা অনিচ্ছাকৃত। আর যেটা ইচ্ছাকৃতভাবে চিন্তা করে আনা হয় বা অনিচ্ছাকৃতই আসে কিন্তু উক্ত চিন্তাকে ইচ্ছাকৃতভাবে সামনে বাড়ানো হয় তা ইচ্ছাকৃত। আপনি নিম্নোক্ত লিঙ্কে এ সম্পর্কে করনীয় বিস্তারিতভাবে জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=3646

Loading