প্রশ্ন : আসসালামু আলাইকুম, হুজুর আমার ছেলের বয়স ১৪ বছর। আমি আর আমার বিবি এক রুমে থাকি আর ছেলে ওর রুমে থাকে। মাঝে মাঝে আমাদের ছেলে হঠাৎ করে আমাদের রুমে এসে পড়ে। মাঝে মাঝে আমরা স্বামী স্ত্রী অনেক রকম অবস্থায় থাকি যেমন জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। এ অবস্থায় বিনা অনুমতিতে আমাদের ছেলে কি আমাদের রুমে প্রবেশ করতে পারবে? সে যদি কিছু দেখে ফেলে তাহলে কি আমাদের পাপ হবে? বিষয়টা অতি তাড়াতাড়ি জানালে অনেক উপকৃত থাকবো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
প্রত্যেক মুসলমানের জন্য জরুরী পরিমাণ ইলমে দ্বীন হাছিল করা এবং ইসলামী শিষ্টাচার শিক্ষা করা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য প্রয়োজনীয় ইলমে দ্বীন শিক্ষা করা ফরযে আইন। এর সাথে সাথে সন্তানকে আদব-আখলাক, শিষ্টাচার ইত্যাদি শিখানো পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য।
কারো রুমে প্রবেশ করার সময় অনুমতি নেওয়ার বিষয়টি মুসলমানদের মধ্যে অবহেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ মহান আল্লাহ্‌ পাক রব্বুল আলামীন পবিত্র কুরআনে একে অপরের ঘরে প্রবেশের সময় অনুমতি নেয়ার বিষয়টি বিশেষ গুরুত্বারোপ করেছেন। বিশেষত আরামের সময় গুলোতে।
আর ছেলে যদি বালেগ হয় বা বালেগের কাছাকাছি বুঝবান হয় তাহলেতো পিতা-মাতার ঘরে প্রবেশের সময় অবশ্যই অনুমতি নিবে। একাধিক হাদীসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিষয়টি উম্মতকে শিখিয়েছেন। সন্তানকে এ সকল বিষয় না শিখালে বা শিক্ষার ব্যাবস্থা না করলে পিতা-মাতা এ ব্যাপারে জিজ্ঞাসিত হবেন।-তাফসীরে ইবনে কাছীর ৩/২০৫২; মুআত্তা ইমাম মালেক, হাদীস নং ৩৮০; সুনানে তিরমিযী, হাদীস নং ২৮৪১; রদ্দুল মুহতার ৯/৬৮২; বাদায়েউস সানায়ে ৪/৩০১

Loading