প্রশ্ন : হুজুর আসসালাম আলাইকুম।হুজুর আপনাকে আমার যথেষ্ট বন্ধুবৎসল মনে হয়েছে।তাই আমি লজ্জা না করে পুরো বিষয়টি বর্নণা করে তিনটি মাসআলা জানতে চাই।হুজুর হুরমতে মুশাহারাত বিষয়টি নিয়ে জানার পর এ নিয়ে আমি ওসওয়াতে ভুগছি। হুজুর আমার মধ্যে এমনিতে ওসওয়াসা রোগ আছে।হুজুর আমি জানতে পারলাম কোন ছেলে যদি তার মাকে উত্তেজনার সাথে স্পর্শ করে তবে মা বাবার বিয়ে ভেংগে যায়।এটা জানার পর থেকে আমি আমার মার সাথে একসাথে পাশাপাশি বসে কোথাও যেতে পারি না এবং তার হাত থেকে কিছু নিতে পারি না।এমনটা করতে গেলে জোর করেই মনের ইচ্ছার বিরুদ্ধে কেমন যেন একটা বাজে ও আনন্দদায়ক অনুভূতি হয়।অথচ মাসআলাটি জানার আগে এমনটা হত না। ১/হুজুর আর যেহেতু আমার মনে আমার মার সম্পর্কে কোন খারাপ অনুভূতি কাজ করে না বরং জোর করেই নিজের মনের অনিচ্ছায় কেমন যেন খারাপ অনুভূতি আসে তাই আমার লিঙ্গ পুরোপুরি কিংবা আংশিক দাড়ায় না।তবে নিস্তেজ অবস্থায় খুবই হালকা পরিমান বেড়ে গেলে কি হুরমত সাব্যস্ত হবে।খুবই হালকা বলতে আমি বুঝিয়েছি বুঝিয়েছি দুই কিংবা তিন সেমি এবং তখনও লিঙ্গ নিস্তেজ থাকে।কিন্তু লিঙ্গে কোন অনুভূতি থাকে না।এই অবস্থায় হুরমত সাব্যস্ত হবে? ২/মা ও ছেলে যদি পাশাপাশি ঘেষে বসে এবং তাদের ঘেষে বসার মাঝে চারটি বা তিনটি সাধারন মানের কাপড়ের ব্যবধান থাকে যা বেশি মোটাও নয় আবার পাতলাও নয় তবে কি কারো কামভাব আসার কারনে হুরমত সাব্যস্ত হবে?উল্লেখ্য পাশাপাশি ঘেষে বসার কারনে গরম অনুভূত হচ্ছিল। ৩/উপরের অবস্থা যদি পাওয়া যায় কিন্তু তা ব্যক্তির ইচ্ছায় হয়নি বরং তা জোর করেই আসলে কি হুকুম?শুনেছি মনে সহবাসের ইচ্ছা না থাকলে নাকি হুরমত প্রযোজ্য হয় না।আমার মনে তো আমার মায়ের প্রতি সহবাসের ইচ্ছা কখনই আসে না।বরং তার কাছে আসলে উপরের লক্ষন যখন প্রকাশ পায় তখনও আসে না।বরং একটা বাজে অনুভূতি আসে এবং উপরের লক্ষন প্রকাশ পায়। ৪/বোনকে উত্তেজনার সাথে স্পর্শ করলে কি বাবা-মা,কিংবা বোনের সাথে তার জামাইয়ের বিয়ে ভেঙ্গে যায়? ৫/যদি আসলেই বিয়ে ভেঙ্গে যায় তবে এটা বাবা মাকে কিভাবে বলব বা আমার করনীয় কি?আমরা নয় ভাইবোন এবং বাবার বয়স ৭১ ও মায়ের বয়স ৫১ বছর।পরিস্থিতির বিবেচনায় কি এক্ষেত্রে মালেকি মাজহাবের মাসআলা নেয়ার অনুমতি আছে কি?সব সাহাবীরা কি একই মাসআলার উপর আমল করতেন?এক্ষেত্রে মা বাবার বিয়ে ভেঙ্গে গেলে তো মা বাবার সম্পদের অংশও পাবে না। হুজুর উপরের প্রশ্নগুলোর উত্তম ও সহজ ফয়সালা আশা করছি।

উত্তর :

নিম্নোক্ত লিঙ্কে আপনি উত্তর পেয়ে যাবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=4322

Loading