প্রশ্ন : আসসালামু আলাইকুম। হুজুর প্রথমেই আমি দুঃখিত একটা প্রশ্ন দ্বিতীয় বার করার জন্য। প্রথমবার সম্পূর্ণ ভাবে  প্রশ্নটি করা হয় নাই। তাই আবারও করলাম। ১। হুজুর আমি একটা বই এ পড়েছিলাম যে দুই রাকাত নফল নামাজ পড়ে ১১ বার দুরুদ শরীফ ১১ বার সূরা ইখলাস ১১ বার বড়পিরের নাম উচ্চারণ করে এরপর বড় পীরের উছিলায় আল্লাহর কাছে কিছু কিছু চাইলে আল্লাহ দুআ কবুল করবেন। আমার প্রশ্ন হইলো এইভাবে কি আল্লাহর কাছে দুআ করা যায়? ২। যখন বড়পিরের নাম উচ্চারণ করছিলাম তখন মনের অজান্তে মনে হয়েছে যে উনি শুনে ফেলেছে যে উনার নাম উচ্চারণ করেছি। এই চিন্তাটা অতটুকু সময়ের জন্যই ছিল (আমি কিন্তু কখনোই বিশ্বাস করিনা যে পীর বা অলি আওলীয়ারা মৃত্যুর পর কিছু শুনতে পান)। এখন আমার প্রশ্ন হলো ওই চিন্তাটুকু আসার দ্বারা আমার কি শিরক হয়েছ? ৩। আমি বিবাহিতা। বিয়ের পর এইভাবে দুআ করেছি কিনা আমি কিছুতেই নিশ্চিত হতে পারছি না। একবার মনে হচ্ছে এইভাবে একবার দুআ করেছি আবার মনে হচ্ছে করি নাই। এইক্ষেত্রে কোন সিদ্ধান্ত নিবো? হুজুর দয়া করে একটু তাড়াতাড়ি উত্তর দিবেন। আমি খুব চিন্তায় আছি।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। না, এভাবে দুআ করা নাজায়েয ও ভিত্তিহীন।

২+৩। না, শিরক হবে না এবং আপনার বিবাহেরও কোন সমস্যা হয়নি। কাজেই পেরেশানির কিছুই নেই।

Loading