প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর। ১। কেউ ভালো মন্দ স্বপ্ন দেখলে তা অন্য কারও সাথে শেয়ার করতে পারবে কিনা? ২। কথিত আছে, স্বপ্নের কথা শেয়ার করলে ক্ষতি হয় কিংবা স্বপ্ন পূরণ হয় না। এটা কি সত্যি?

উত্তর :

১। হাদীস শরীফে সবাইকে ঢালাওভাবে স্বপ্ন বলতে নিষেধ করা হয়েছে। আবার কাউকেই বলা যাবে না বিষয়টা এমনও না। স্বপ্ন বলতে হলে হয়তোবা কোন বিজ্ঞ আলেমকে বলবে অথবা কোন জ্ঞানী মহব্বতের মানুষকে বলবে।

২। কোন কোন ক্ষেত্রে স্বপ্ন কোন অজ্ঞ লোককে বললে এর জন্য ক্ষতি হতে পারে।

সুত্রসমূহঃ মুসনাদে আহমাদ, হাদীস নং ১৬১৮৩; মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ৪৬২২

 

Loading