প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর, একটু তাড়াতাড়ি উত্তর দিলে ভালো হত। হাতে একটা ফোড়ার মত হইছে। যখনি উযু করি তখন সেখান থেকে পানি বা রক্ত বের হয় কিছুক্ষন পর শুকিয়ে যায়, পরে আবার অযু করলে আবার ঐ জায়গা নরম হয়ে আবার ফেটে রক্ত বা পানি বের হয়। গড়িয়ে পড়ে না বরং ঐখানেই জমা হয়ে থাকে, এক্ষেত্রে আমি কি মাজূর? প্রত্যেক ওয়াক্তেই পেরেশানিতে থাকি এটা নিয়ে।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
পানি বা রক্ত ক্ষত স্থানে থাকলে (অর্থাৎ ক্ষতস্থান অতিক্রম করে গড়িয়ে না পড়লে) উযূ ভাঙবে না।–আল বাহরুর রায়েক ১/৮৭; ফাতহুল কদীর ১/৬২

Loading