প্রশ্ন : আসসালামু আলাইকুম, হুজুর প্রশ্নটা হলো-মুলধন আরেকজনের আর পরিশ্রম আমার। এ বিষয়ে ইসলামী আইনের দ্বারা চুক্তিনামার পন্থা জানতে চাই?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
একজনের পুঁজি আর অন্যজনের পরিশ্রম একে শরীয়তের পরিভাষায় মুদারাবা বলে। এক্ষেত্রে মুনাফার হার তাদের উভয়ের সন্তুষ্টির ভিত্তিতে নির্ধারিত হবে। যেমন মুনাফার ৫০% পুজিদাতা আর ৫০% ব্যবসায়ী পাবে। অর্থাৎ মুনাফা অর্ধাধি হারে বণ্টন হবে। এটা তাদের সন্তুষ্টির ভিত্তিতে কমবেশিও হতে পারে। আর লাভ না হলে কেউ কিছুই পাবে না। অনুরূপভাবে লোকসান হলে তা পুজিদাতার উপর বর্তাবে। ব্যবসায়ীর লোকসান হল তার পরিশ্রম পণ্ড হওয়া। কিন্তু তার উপর লোকসানের কোন অংশ ফেলানো যাবে না।
আর পুঁজির আনুপাতিক হারে মুনাফা ধার্য করা জায়েয নয়। যেমন পুঁজির ৫ শতাংশ পুজিদাতা প্রত্যেক মাসে পাবে। অর্থাৎ এক লাখে ৫ হাজার টাকা। চাই ব্যবসা হোক বা না হোক। লাভ হোক বা লোকসান হোক। এটা সম্পূর্ণ সূদী কারবার।–আল বাহরুর রায়েক ৭/২২৯; বাদায়েউস সানায়ে ৬/২৩০

Loading