প্রশ্ন : ১। ওযুর পর অনেক সময় নাকের মধ্য থেকে ময়লা বের হয় এতে কি ওযু ভেঙে যায়? ২। গোসল এর সময় আমরা ওযু করি, ওযুর পর গোসল রত অবস্থায় যদি বায়ু বের হয় তাহলে গোসল শেষে কি পুনরায় ওযু করতে হবে? ৩। আর মহিলারা গোসল এর সময় বাথরুম এ নাইটি পরে গোসল করে এতে ওদের সতর সম্পূর্ণ রূপে আবদ্ধ থাকে না অর্থাৎ হাতের দিক খুলা থাকে এতে ওযু গোসল হবে? ৪। নামাযে ইমাম বা একাকী পড়ার সময় মাঝে মধ্যে এরকম হয় যে কোন অবস্থায় আত্তাহিয়াতু (ধরুন) মনে আসছে না, এতে কি করণীয়?

উত্তর :

১। না, এতে উযূ ভাঙ্গে না।
২। বায়ু বের হওয়ার পর অবশিষ্ট গোসলে উযূর অঙ্গগুলো ধৌত করা হয়ে গেলে উযূ হয়ে যাবে। অন্যথায় নয়।
৩। হ্যাঁ, হবে।
৪। সেখত্রে সিজদায়ে সাহূ দিতে হবে।
সূত্রসমূহঃ হালবিয়ে কাবীর, পৃষ্ঠা নং ৪৫৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬

Loading