প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ । সম্মানিত মুফতি সাহেব, আমি একজন নাফরমান বান্দা ছিলাম। যদিও মাদ্রাসায় পড়েছি কিন্তু শনয়তানের ধোকায় পড়ে জীবনে অনেক যিনা করেছি,মদ গাজা ইত্যাদিতে বোদ হয়ে পড়ে থাকতাম। অবশেষে আল্লাহ ত’য়ালা রহমতে তাবলীগ জামাতে যাওয়ার ফলে এই সমস্ত গুনাহ থেকে ফিরে তাওবা করেছি।গেল তিন বছর যাবত আলহামদুলিল্লাহ একটি মসজিদের মুয়াজ্জিন এর দায়িত্ব পালন করে আসছি এবং যথাসাধ্য তাওবার উপর থাকার চেস্টা করছি। ঘটনাটি আমার আগের জিবনের তখন নেশার সাথে নোংরা ভিডিও, চটি গল্প ইত্যাদিতে প্রচন্ড আসক্তি ছিল।একদিন রাতে আমি মায়ের একহাত দূরত্বে ঘুমাই হঠাৎ শয়তান আমাকে ধোকা দেয়।কিন্তু সাথে সাথে মনের ভিতর ভয়ও কাজ করছিল যে এইসব চিন্তা অন্যায়,অবশেষে শয়তান জয়ী হয়।আমি আমার মায়ের শরিরে হাতটা দিতেই মা (সম্ভবত কিছু সজাগ থাকার কারণে) তৎক্ষনাৎ আমার হাতটা সরিয়ে দেয় আর আমি এমন ভান করি যেন ঘুমের মধ্যে আমার হাত চলে গেছে।আমি ২য় বার আর এমন করিনি।পরে ঘুমিয়ে যাই। এই ঘটনার পর প্রায় ৪ বছর হয়ে গেছে।তখন আমি হুরমতে মুসাহারাত সম্পর্কে কিছুই জানতাম না। কয়েকদিন আগে একটি সাইটে এই সম্পর্কে জানতে পারলাম। এর পর থেকে প্রচন্ড মনোকষ্টের মধ্যে সময় পার করছি। এখন হুরমত সাব্যস্ত হওয়ার কারণ গুলোর সাথে আমার অবস্থার বর্ণনা দিচ্ছি। (১)প্রথম শর্ত খালি গা অথবা পাতলা কাপড় হতে হবে যাতে উষ্ণতা অনুভব হয়। আমি মাথার দিকে কোন অংশে হাত বাড়িয়ে ছিলাম,কিন্তু ঘটনাটি ৪ বছর আগে হওয়ায় অন্ধকারে কোথায় হাত পড়েছিল, তখন কি পড়াছিল, উষ্ণতা অনুভব হয়েছিল কিনা অনেক চেস্টা করেও মনে করতে পারছি না। (২)উত্তেজনা অনুভব করা। ঠিক সেই মুহুর্তে আমি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে ছিলাম। ভয়ের সাথে উত্তেজনা অনুভব হয়েছিল কি না বা বিশেষ অংগ দাড়িয়েছিল কি না কিছুতেই মনে করতে পারছি না। আমি জানতে চাই এই অবস্থায় হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়েছি কি না? বিঃদ্রঃ আমি আমার নাম,পরিচয় গোপন রাখতে চাই।

উত্তর :

না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী হুরমাতে মুছাহারা সাব্যস্ত হয়নি।

Loading