প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর। ১.একদিন নামাজ পড়ার সমায় আল্লাহকে নিয়ে খুব খারাপ একটা চিন্তা মাথায় চলে আসে। আমার মনে হচ্ছে চিন্তাটা আমি ইচ্ছাকৃতভাবে করেছি। এরপর থেকে ঈমান নিয়ে সন্ধেহের মধ্যে পড়ে গেছি। মনে হচ্ছে ওই চিন্তা করার দ্বারা আল্লাহ আপনাকে ইসলাম থেকে বের করে দিয়েছেন। আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে মরে গেলে শান্তি পেতাম। হুজুর আমার কি কোনো সমস্যা হোয়েছে? ২. একবার মনে একটা কুফুরী চিন্তা আসে। আমি অস্থিরতা থেকে একজন হুজুরকে ফোন দেই। হুজুর আমাকে জিজ্ঞেস করে কি চিন্তা আসছিল মাথায়? আমি তাকে বলি যে কোন কুফুরী চিন্তা মাথায় আসছিল। আমার প্রশ্ন হলো উক্ত কুফুরী চিন্তা একজন আলেমকে বলার কারণে কি আমার কুফুরী হইছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, এতে কোন সমস্যা হয়নি। নিম্নোক্ত লিঙ্কে আপনি বিস্তারিত জানতে পারবেন-
মনে আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ চিন্তা এলে করণীয় কি?
২। না, এতে কোন সমস্যা নেই।- সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৭; সুনানে আবূ দাউদ,হাদীস নং ৫১১৩

Loading