প্রশ্ন : আসসালামু আলাইকুম, মোবাইল কাভার এর পিছনে অনেক সময় বিভিন্ন প্রাণীর ছবি থাকে। এগুলো বিক্রি করে বিক্রি বাবদ যে টাকা পাবো তা কি হালাল হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, যেসব মোবাইলের কভারের পিছনে বিভিন্ন প্রাণীর ছবি থাকে সেসব মোবাইলের কভার বেচা-কেনা বা ব্যবসা করা জায়েয। কেননা এগুলো মূল পন্য নয় বরং পন্যের অনুগামী। কাজেই যখন ছবি বেচা-কেনা করা উদ্দেশ্য হবে না বরং মূল পন্য বেচা-কেনা উদ্দেশ্য হবে তখন এটা জায়েয। আর এর দ্বারা অর্জিত টাকাও হালাল।-ফিকহুল বুয়ূ ১/ ৩১৯-২১; ফিকহী মাকালাত ৩/ ২৬; জাওয়াহিররুল ফিকহ ৭/২৬৩

Loading