প্রশ্ন : আমার দুলাভাইয় সরকারি অফিসারস কোয়ার্টার উঠেছেন। ১৮তলায়। ওখানকার সব ফ্ল্যাট এর প্রত্যেক টয়লেট কমোড পুর্ব-পশ্চিম মুখী বসানো। বিশাল মানষিক যন্ত্রনায় আছেন। উনাদের ইঞ্জিনিয়ার বলেছেন কিবলা 5 ডিগ্রি কোনা থাকলে 300 মাইল পার্থক্য হয়ে যায়। তাতে করে কোন অসুবিধা নেই। উল্লেখ্য ইঞ্জিনিয়ার কামেল পাশ। এখন কমোড নিয়ে করণীয় কি?

উত্তর :

কমোডগুলো এভাবে তৈরি করা অত্যন্ত জঘন্যতম কাজ হয়েছে। কিবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে ইস্তেঞ্জা করা নাজায়েয। এখন যদি কোনভাবে কমোডের দিক পরিবর্তন করা সম্ভব হয় তবে তাই করবে। আর তা না হলে বসার সময় যথাসম্ভব দিক পরিবর্তন করে বসবে এবং ইস্তেগফার করবে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৯; সুনানে তিরমিজী, হাদীস নং ৮
উল্লেখ্য যে, উক্ত ইঞ্জিনিয়ারের কথা সঠিক নয়।

Loading