প্রশ্ন : আসসালামু আলাইকুম। হুজুর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। হুরমাতে মুসাহারা সম্পর্কে জানার পর আমার মধ্যে কেমন যেন একটা শয়তানী ওয়াসওয়াসা কাজ করে। এটা এমন হয় যে আমার যখন কামভাব হয় তখন অনিচ্ছা সত্ত্বেও আমার মায়ের কথা মনে পড়ে যায়। এটা হয় সম্পূর্ণ আমার মনের ইচ্ছার বিরুদ্ধে। আবার যখন আমার স্ত্রীর সাথে মিলন করি তখন আবার স্ত্রীর মায়ের কথা মনে পড়ে যায়। এখন প্রশ্ন হলো কামভাবের সময় মনের অনিচ্ছা সত্ত্বেও যদিও শাশুড়ী বা মায়ের কথা মনে পড়ে যায় তাহলে কি হুরমাতে মুসাহরা সাব্যস্ত হবে? হুজুর দয়া করে একটু তাড়াতাড়ি ও বিস্তারিত জানাবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, কামভাবের সময় শুধুমাত্র কারো কথা মনে হওয়ার কারণে হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে না। বরং কামভাবের সাথে স্পর্শ করা জরুরী। স্ত্রীর সাথে থাকার সময় শাশুড়ি বা মায়ের ব্যপারে এরূপ মনে হওয়া শয়তানের নিকৃষ্টতম ধোঁকার প্রভাব। যখনি এমন চিন্তা মনে আসবে সাথে সাথে তা সেখানেই শেষ করে দিবেন। সামনে বাড়াবেন না। অনিচ্ছাকৃতভাবে চলে এলে আপনি মাযূর। আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইংশাআল্লাহ। আর ইচ্ছাকৃতভাবে আনা জঘন্যতম গোনাহের কাজ। এজন্য খাছ দিলে আল্লাহ তাআলার নিকট তাওবা করে শয়তানের ধোঁকা থেকে বিশেষভাবে আল্লাহ্‌র আশ্রয় চাইতে হবে।-ফাতহুল বারী ৯/৬৭; আল-হেদায়া ২/৩০৯; তাবয়ীনুল হাকায়েক ২/৪৬৯; খুলাছাতুল ফাতাওয়া ২/৭; আন-নাহরুল ফায়েক ২/১৯২

Loading