প্রশ্ন : আসসালামু আলাইকুম। অজ্ঞতাবশত আমি একটা কন্যা সন্তান দত্তক নিয়ে পরে জানতে পারি এটা নাজায়েয। আবার তাকে তার প্রকৃত বাবা মাকে ফেরত দেওয়া সম্ভব ছিলো না। কারন ইতিমধ্যে অনেক সময় পার হয়ে গেছে। এখন আমি স্ববিনয়ে জানতে চাই তাকে আমি সম্পদের কোনো অংশ দিতে পারব কি? উল্লেখ্য আমার নিজের কোনো সন্তান নাই।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
শরীয়তের দৃষ্টিতে পালক সন্তান মীরাছের কোন অংশ পায় না। তবে বিশেষ প্রয়োজনে (যেমন অভাব অনটন ইত্যাদি) তাকে আপনি জিবদ্দশায় সম্পদের কিছু অংশ দিতে পারেন অথবা তার জন্য আপনার সম্পত্তির এক তৃতীয়াংশের মধ্যে অসিয়ত করতে পারেন।-সহীহ ইবনে খুজাইমা হাদীস নং ২৩৮; আদ্দুররুল মুখতার ৬/৬৫০; রদ্দুল মুহতার ৬/ ৫১-৫২

Loading