প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ জনাব মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতিতে কি জামে মসজিদ ব্যতীত অন্য কোথাও জুমার নামায আদায় করতে পারব? যেমন বাড়িতে অথবা খোলা মাঠে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
যদি ইমামসহ কমপক্ষে চারজন মুছল্লী হয় এবং খুতবা দেওয়ার উপযুক্ত লোক থাকে তবে যেখানে (ইযনে আম তথা) সর্বসাধারণের ব্যাপকভাবে প্রবেশের অনুমতি থাকে সেখানে জুমুআর নামায আদায় করা সহীহ হবে। কাজেই কোন মাঠ, পাঞ্জেগানা নামাযের স্থান ইত্যাদি জায়গায় জুমুআর নামায আদায় করা যাবে। কিন্তু কোন বাড়ি বা ঘরে তা আদায় করা সহীহ হবে না। কেননা বাসাবাড়িতে সকলের প্রবেশের অনুমতি থাকে না।- রদ্দুল মুহতার ২/১৩৮; বাদায়েউস সানায়ে ১/৫৮৪, ৫৮৫; হালবিয়ে কাবীর, পৃষ্ঠা নং ৫৫১; আলবাহরুর রায়েক ২/২৪৭; ফাতাওয়া মাহমূদিয়া ৮/৫৩

Loading