প্রশ্ন : আসসালামু আলাইকুম আমি হুরমাতে মুসাহারা সম্পর্কে জানার পর থেকে আমার খালি মনে হয় যে অতীতে আমি এমন গুনাহ করছি আর করে বোধহয় ভুলে গেছি যদিও এ সম্পর্কে জানার আগে কখনো আমার এমনটা মনে হয় নি।বাট এখন খালি সন্দেহ হয়। কয়েক বছর আগে একদিন আমি চোখ বুজে মাটিতে শুয়েছিলাম আর আম্মু আব্বু ভাবছিলো আমি ঘুমে তাই আব্বু আমাকে কোলে করে বিছানায় তুলে দিসিলো।তখন আমি ক্লাস সেভেনে পড়তাম।আমি প্রথমে খুব অবাক হই যে কে আমাকে কোলে তুলতেছে। আর তখনই বুঝলাম কথা ওটা আব্বু ছিলো। তখন আমার কেমন যেন লাগতেছিলো যে, ধুর আব্বু কেন আমাকে কোলে তুললো আর আম্মু আব্বু ভাবছে আমি ঘুমে বাট আমি তো সজাগ। থাক আমি চুপ থাকি আমাদেরকে নিশ্চয়ই একটা সুন্দর ফ্যামেলির মতো লাগতেছে। আমি এসব ভাবতেছিলাম তখন।বাট হুরমত সম্পর্কে জানার পর থেকে সন্দেহ হয় যে ওই সময় কী আমার কামভাব আসছিলো। যদি এসে থাকে তারপর ভুলে গিয়ে থাকি তাহলে? যদিও আমার ধারণা আমি কখনো এমন কিছু মনে আনি নাই কিন্তু এই বিষয়ে জানার পর থেকে খালি সন্দেহ হচ্ছে। এছাড়া আরেকবার তখন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আমার প্রায় নয় কী দশ বছর। তখনো পিরিয়ড হয়নি। আমার জ্বর হইছিলো আর আব্বু আমাকে কোলে নিয়ে হাটতেছিলো। হুরমত সম্পর্কে জানার পরথেকে এইদিন নিয়েও আমার সন্দেহ হয় যে এই দিন ও কী কামভাব আসছিলো নাকি। আমি এই ব্যাপারে শিওর না আমার জাস্ট সন্দেহ হয়। আমি হুরমত সম্পর্কে জানার আগে এক রকম খেয়াল কখনো মনে আনি নাই বলেই আমার বিশ্বাস। বাট এই সম্পর্কে জানার পর থেকে অতীতের দিনগুলা নিয়ে খালি সন্দেহে ভুগছি। এইসব ক্ষেত্রের কোনো ক্ষেত্রে কী আমার মা বাবার বিবাহ হারাম হবে?

উত্তর :

না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী হুরমাতে মুছাহারা সাব্যস্ত হয়নি। তাই আপনার পেরেশান হবার কিছু নেই।

Loading