মাসআলাঃ বকরী,খাশী,ভেড়া ,ভেড়ী ও দুম্বা চান্দ্র মাস হিসেবে কমপক্ষে পূর্ন এক বছর বয়সের হতে হবে। তবে ভেড়া -ভেড়ী ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয়,কিন্তু এমন মোটা-তাজা যে ,দেখতে এক বছরের মত মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানী করা জায়েয। এক্ষেত্রে বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে। ছাগল কোন অবস্থাতেই এক বছরের কম হলে তা দ্বারা কুরবানী সহীহ হবে না।-আদ্দুররুল মুখতার ৬/৩২১

মাসআলাঃ গরু,মহিষ এর বয়স কমপক্ষে দুই বছর হতে হবে। এর কম হলে কুরবানী সহীহ হবে না।- বাদায়েউস সানায়ে।৪/২০৫
মাসআলাঃ উট চান্দ্র মাসের হিসাব অনুযায়ী কমপক্ষে পাঁচ বছরের হতে হবে।- প্রাগুক্ত
মাসআলাঃ উপরে উল্লেখিত জন্তুগুলোর ক্ষেত্রে কুরবানী সহীহ হওয়র জন্য বয়সই মুল। দাত উঠা বা না উঠা এক্ষেত্রে ধর্তব্য নয়।- এলাউস সুনান ৭/২৪৫
মাসআলাঃ বিক্রেতা যদি পশুর কুরবানী ছহীহ হওয়ার জন্য যে বয়স প্রয়োজন তা পূর্ন হয়েছে বলে সাক্ষ্য দেয় আর পশুর শারীরীক গঠনও তেমন হয় তবে বিক্রেতার কথার উপর আস্থা রেখে তা ক্রয় করা ও তা দ্বারা কুরবানী করা সহীহ হবে।

Loading