১। উত্তমরুপে একবার কুলি করা। (সূরা মায়িদাহ, আয়াত নং ৬)
২। নাকের নরম স্থান পর্যন্ত একবার পানি পৌঁছান। (সূরা মায়িদাহ, আয়াত নং ৬)
৩। সমস্ত শরীরে ভালভাবে একবার পানি পৌঁছান। (সূরা মায়িদাহ, আয়াত নং ৬; সহীহুল বুখারী, হাদীস নং ১৫৯; রদ্দুল মুহতার ১/৫১)
বিঃ দ্রঃ শরীরের কোথাও সামান্য পরিমান (যদিও তা এক চুল পরিমান হয়) শুকনো থাকলে গোসল সহীহ হবে না। মহিলাদের চুল খোলা থাকলে সমস্ত চুল পানি দ্বারা ভেজাতে হবে । আর যদি চুল বেনী বা খোপা আকারে বাঁধা থাকে তবে উপরে পানি ঢেলে দিবে এবং গোড়ায় পানি পৌঁছিয়ে দিবে। পূরো চুল ধৌত করা ফরজ নয়। (সুনানে তিরমিজী, হাদীস নং ১০৫)

Loading