১। কোন মুসলমানের সাথে সাক্ষাত হলে আগে সালাম দেওয়া । (সহীহুল বুখারী, হাদীস নং ৬২৩৬; সহীহ মুসলিম, হাদীস নং ৬৬৯৭)
২। মুসাফাহা করা। সুসাফাহা দুই হাতে করা সুন্নাত এবং মুসাফাহা করে হাত বুকে না লাগান। (সহীহুল বুখারী, হাদীস নং ৬২৬৫; সুনানে বাইহাক্বী, হাদীস নং ২১৩১০)
৩। মুআনাকা করা। অর্থাৎ প্রত্যেকে তার গলার ডান পাশ একবার মিলাবে। (সুনানে তিরমিজী, হাদীস নং ২৭৩২; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫২১৬)
৪। দ্বীনী কোন উযর ব্যতীত কোন মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ না রাখা। (সহীহুল বুখারী, হাদীস নং ৬০৬৫; সহীহ মুসলিম, হাদীস নং ৬৬৯৭)
৫। সালাম আগে না দিতে পারলে সালামের জবাব দেওয়া। (সহীহুল বুখারী, হাদীস নং ১২৪০; সহীহ মুসলিম, হাদীস নং ৫৭৭৭)

Loading