১। বিসমিল্লাহ বলা। (সুনানে ইবনে মাজাহ , হাদীস নং ৭৭১; মুসনাদে আহমাদ, হাদীস নং ২৬৪১৭)
২। দুরূদ শরীফ পড়া। (সুনানে তিরমিজী, হাদীস নং ৩১৪; সুনানে বাইহাক্বী, হাদীস নং ৪৪৯১)
৩। অতঃপর এই দুআ পড়া-
اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ
(সহীহ মুসলিম, হাদীস নং ১৬৮৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪৬৫)
উপরোক্ত তিনটি দুআকে একত্রে এভাবে পড়া যায়-
وَالصَّلَاةُ وَ السَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ بِسْمِ اللَّهِ
৪। আগে বাম পায়ের জুতা খুলা অতঃপর ডান পা। (সহীহুল বুখারী, হাদীস নং ১৬৮; মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৭৯১)
৫। ডান পা দিয়ে প্রবেশ করা। (সহীহুল বুখারী, হাদীস নং ১৬৮; মুসনাদে আহমাদ, হাদীস নং ২৫৫৪৫)
৬। এতেকাফের নিয়ত করা । (সুনানে দ্বারাকুতনী, হাদীস নং ২৩৮২; সহীহ মুসলিম, হাদীস নং ২৮৩৮; উমদাতুল ক্বারী ৬/২৫)

Loading