১.মুসলমান হতে হবে।
২.বালেগ হওয়া। কাজেই না বালেগ এর উপর যাকাত ফরজ নয়।
৩.বুদ্ধি সম্পন্ন হওয়া। পাগলের উপর যাকাত ফরজ নয়।
৪.স্বাধীন হওয়া। গোলামের উপর যাকাত ফরজ নয়।
৫.নেসাব পরিমান মাল থাকা।
৬.উক্ত মালের পূর্ণ মালিক হওয়া।
৭.উক্ত মাল তার মৌলিক প্রয়োজন সমূহের অতিরিক্ত হওয়া।
৮.উক্ত নেসাবের উপর পূর্ণ এক বছর অতিক্রান্ত হওয়া।

Loading