প্রশ্ন : ইসতিনজার জন্য যদি টিস্যু বা অন্য কোন জিনিস পাওয়া না যায়, তাহলে শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন হবে কি?

উত্তর :

 

হ্যাঁ, শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন হবে। তবে সেক্ষেত্রে পেশাবের পর কতরা/ফোটা বন্ধ হওয়া নিশ্চিত করা জরুরী। আর এটা বিভিন্নভাবে হতে পারে। পা উঠানামা করা, কিছুটা হাঁটাচলা করা, কাশি দেওয়া, গলা খ্যাঁকর দেওয়া, পুরুষাঙ্গ ঝাকি দেওয়া ইত্যাদি। পেশাবের  ফোটা বন্ধ হওয়ার পূর্বেই পানি ব্যবহার করলে পবিত্রতা অর্জন হবে না। এব্যাপারে আপনি আরো বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্কের প্রশ্নোত্তরটি দেখতে পারেন-

https://www.muftiabulhusain.com/ask-me-details/?poId=4744

সুত্রসমূহঃ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩২৬; মুসনাদে আহমাদ, হাদীস নং ১৯০৫৪; মুসনাদে বাযযার, হাদীস নং ৪৯০৭; মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৬৫৪

Loading