প্রশ্ন : বীর্য হাতে লাগলে টিস্যু দিয়ে মুছলে কি নাপাকি দূর হবে নাকি তখনই ধৌত করতে হবে? অর্থাৎ স্বামী স্ত্রী সহবাস করাকালীন কোনভাবে বী্র্য হাতে লাগলে তা টিস্যু দিয়ে মুছে বিছানার অন্যান্য জাগয়া স্পর্শ করা যাবে কিনা?
উত্তর :না, বীর্য হাতে লাগলে টিস্যু দিয়ে মুছলে নাপাকী দূর হবে না। বরং নাপাকী দূর করার জন্য হাত ধৌত করা জরুরী। আপনি চাইলে তখনই ধৌত করতে পারেন বা পরে কোন সময়ও ধৌত করতে পারেন। হাত থেকে বীর্য টিস্যূ দিয়ে মুছার পর বিছানার অন্যান্য জায়গায় স্পর্শ করা যাবে। তবে এক্ষেত্রে হাত মুছার পরও যদি হাতে আদ্রতা থেকে যায় তাহলে বিছানার যে অংশে ভেজা হাত লাগবে তা নাপাক হয়ে যাবে। আর যদি হাত মুছার পর আদ্রতা ভাব না থাকে তাহলে বিছানায় স্পর্শ করলে নাপাক হবে না।
সূত্র সমূহঃ সুনানে তিরমিজী, হাদীস নং ১১৭; আদ দুররুল মুখতার ১/৩১২; বাদায়েউস সানায়ে ১/২৪৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৯৮; তাবয়ীনুল হাকায়েক ১/১৯৭-১৯৮।