প্রশ্ন : কোন ব্যক্তি আপন কুমারী শালির সাথে সহবাস করে, যার ফলে শালী গর্ভবতী হয়ে যায়। আমার প্রশ্ন হলো- এখন ঐ ব্যাক্তির নিজের স্ত্রী কি হারাম হয়ে যাবে?
উত্তর :না, ঐ ব্যক্তির স্ত্রী হারাম হবে না। তবে ওই ব্যক্তি তার শালীর সন্তান প্রসব বা গর্ভপাত হওয়ার পূর্ব পর্যন্ত তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না।
উল্লেখ্য যে, যিনা অত্যন্ত জঘন্যতম একটি গুনাহ। কাজেই উক্ত ব্যক্তি খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা করে নিবে।-আদ্দুররুল মুখতার ৩/৩৪; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৪৯; ফাতহুল কদীর ৩/২১০; মাজমাউল আনহুর ৪/৪৮২