প্রশ্ন : ১। ১২/১৩ (বয়স অনুমান করা সম্ভব হচ্ছে না) বয়সের একজন ছেলে তার চাচিকে ঘুমন্ত অবস্থায় স্তনে হাত উত্তেজনার সাথে, ইচ্ছাবসত, দেয়ার ফলে কি হুরমত সাব্যস্ত হবে? ২) যেহেতু বয়স অনুমান করা যাচ্ছে না তবে প্রবল সন্দেহ ১২/১৩ এর মাঝেই এর বেশি হবে না। সেক্ষেত্রে তার নাতনি কে কি বিবাহ করা যাবে? ৩) যদিও বয়স বের করা সম্ভব হয় এবং তা ১৪ কিংবা বালেগ হওয়ার পর হয়, সেক্ষেত্রে শরিয়াহর অজ্ঞতা বসত স্পর্শ করার ফলেও কি এ বিধান সাব্যস্ত হবে? এক্ষেত্রে কোনো কাফফারা দিয়ে কি তার নাতনি কে বিবাহ করা যায়েজ হবে? ই-মেইলে উত্তর দিলে ভালো হয়।
উত্তর :১+২+৩। হ্যাঁ, উত্তেজনার সাথে স্পর্শ করলে হুরমত সাব্যস্ত হবে। সেক্ষেত্রে তার নাতনীকে বিবাহ করা বৈধ হবে না।-আদ্দুররুল মুখতার ৩/৩৭; ফাতাওয়া হিন্দিয়া ৩/৪০০; এলাউস সুনান-১১/১৩১,১৩২; রদ্দুল মুহতার ৩/৩১-৩৩