প্রশ্ন : কোন বালের ছেলের জন্য তার মায়ের শরীর মর্দন করা কি জায়েয? যেমন পিঠের  অংশ বা মাজার দিকের অংশ। এটা করার ফলে যদি যৌন উত্তেজনা সৃষ্টি হয় তবে কি হুরমত প্রমাণিত হবে?

উত্তর :

বালেগ ছেলের জন্য তার মায়ের শরীর মর্দন করা থেকে বিরত থাকা উচিত। কেননা মায়ের শরীর মর্দন করা অবস্থায় ছেলের অথবা মায়ের যৌন উত্তেজনা চলে আসলে হুরমতে মুছাহারা প্রমাণিত হয়ে যাবে। অর্থাৎ মায়ের জন্য ওই ছেলের পিতা চিরতরে হারাম হয়ে যাবে। তাই ছেলে বালেগ হওয়ার পরে মায়ের শারীরিক খেদমত থেকে দূরে থাকা উচিত।-হিদায়া ৪/৪৪৬; ফাতহুল কদীর ১০/৪১; আদ্দুররুল মুখতার ৩/৩২; আল বাহারুর রায়েক ৩/১৭১

Loading