প্রশ্ন : আসসালামুয়ালাইকুম আমি আমার স্বামীকে বলেছি আমি আর কথা বলবো না তুমিও আর আমার সাথে কথা বলবে না। এইভাবে আস্তে আস্তে আমরা আলাদা হয়ে যাবো। (এখানে আমি বুঝিয়েছি কথা না বললে আমরা অটো তালাক হয়ে যাবো) আমার স্বামী উত্তরে বলেছে হুম বলবো না। এতে আমাদের তালাক হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত কথার দ্বারা আপনার উপর কোন তালাক পতিত হয়নি।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৮১;ফাতাওয়া হিন্দিয়া ১/৩৫৩