প্রশ্ন : আস্সালামু আলাইকুম,১। হুজুর আমি একটা মাসআলা জানতে চাই। মাসআলাটি হল, আমাদের এলাকায় একজন লোক রিক্সা চালায় (ব্যাটারীর রিক্সা)। তার দুই পা নাই। সে রিকশা চালিয়ে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে। সে দাঁড়ায় তার রিক্সার উপর বসে থেকেই কিন্তু তার দাঁড়ানো ও মসজিদের শেষ মুসল্লিদের কাতার থেকে প্রায় ১০-১৫ কাতার পিছে এতে করে কি তার এক্তেদা ঠিক হচ্ছে এবং জামাতে নামাজ আদায় হয় (যেহুতু সে মাযুর)?২। যদি কারো বাড়ির সামনেই মসজিদ থাকে সে মসজিদে না যেয়ে ঘরে বসে (সুস্থ ব্যক্তি) এক্তেদা করে (মসজিদ থেকে ২-৩ হাত দূরত্ব) তাহলে কি নামায হবে? ৩। জুমার দিন মসজিদ ভরে গেছে সেক্ষেত্রে ঘরে বসে এক্তেদা করলে কি নামায হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। না, তার এক্তেদা সহীহ হয়নি। মুসল্লীদের কাতার থেকে দুই কাতারের চেয়ে বেশি দূরত্বে দাঁড়ালে এক্তেদা সহীহ হয় না।

২-৩। ঘর এবং মসজিদের মাঝে যদি এমন কোন রাস্তা থাকে যেখান দিয়ে সাধারণ মানুষ চলাচল করে তাহলে এক্তেদা সহীহ হবে না। আর যদি রাস্তা থাকে এবং সেই রাস্তা কাতার দ্বারা পূর্ণ থাকে তাহলে সহীহ হবে তবে সেক্ষেত্রে এক্তেদা সহীহ হওয়ার জন্য শর্ত হলো, মুসল্লীদের কাতারের সাথে মিলিত হয়ে দাঁড়ানো (অর্থাৎ মাঝে দুই কাতার পরিমান জায়গা ফাক না থাকা) এবং ইমামের ওঠা-বসা ইত্যাদি আমল সম্পর্কে অজ্ঞ না থাকা।

সূত্র সমূহঃ ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৫-১৪৬; ফাতাওয়া সিরাজিয়া ১/১০১; মুনয়াতুল মুসল্লী ২/৩৫০; ফাতাওয়া বাযযাযিয়া ১০/৩৮;বাদায়েউস সানায়ে ১/৩৬২

Loading