প্রশ্ন : আমার যতদূর মনে পরে ২০১৭ সালে আমি আমার প্রেমিকের সাথে মোবাইলে কালেমা পড়ে তিন বার কবুল বলেছিলাম দুইজনেই।আমার পক্ষ থেকে কোন সাক্ষী ছিলোনা।এখন অপর প্রান্তে সেই ছেলে কাউকে  সাথে নিয়ে শুনিয়ে কবুল বলেছিলো কিনা আমার জানা নাই।কোন মোহরানা ধার্য করেছিলাম কিনা তাও মনে নাই। এর কিছুদিন পর আমার অন্যত্র বিয়ে হয়ে যায়।এখন হঠাত করে এই ঘটনা আমার মনে পরেছে এবং ভয় হচ্ছে যে আমাদের কি এতে সত্যি সত্যি বিয়ে হয়েছিলো?আপনি দয়া করে এর ব্যাখ্যা দেন আমাকে।আমি তখন  সতের বছর বয়েসি ছিলাম।আবেগে শয়তানের প্ররোচনায় পরে এই ভুল করেছি।আমি এখন তীব্র অনুশোচনা এবং অপরাধবোধে ভুগছি।আমাকে এর বিস্তারিত ব্যাখ্যা দিন হুজুর।আমি প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিন পার করছি।

উত্তর :

না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার প্রেমিকের সাথে আপনার বিবাহ সম্পন্ন হয়নি। কারণ আপনারা মোবাইলে দুজন দুপ্রান্ত থেকে কবূল বলেছেন। আর এভাবে মোবাইলের মাধ্যমে বিবাহ করলে বিবাহের মজলিস ভিন্ন হওয়ার কারণে বিবাহ সম্পন্নই হয় না। অনুরূপভাবে দুজন সাক্ষী ছাড়াও বিবাহ সহীহ হয় না। কাজেই আপনার পরবর্তী বিবাহ সহীহ হয়েছে। আপনি নিশ্চিন্তে সংসার করতে পারেন।- ফাতাওয়া হিন্দিয়া ১/৩৩৪; বাদায়েউস সনায়ে ২/৪৯০; আন নাহরুল ফায়েক ২/১৭৬; আদ দুররুল মুখতার ৩/১৪; মাজমাউল আনহার ১/৪৭১-৪৭২

Loading