প্রশ্ন : যৌন উত্তেজক ঔষধ নিয়ে ব্যবসা করা জায়েয হবে কি না শরীয়াহ কি বলে?
উত্তর :যদি এগুলো সাস্থ্য অধিদফতর বা সরকার কর্তৃক অনুমোদিত হয় এবং চিকিৎসা বিজ্ঞানেও এর উপকারিতা থাকে তবে তা বিক্রি করা জায়েয। আর তাদের অনুমোদন না থাকলে অথবা এগুলো ক্ষতির কারন হলে বিক্রি করা জায়েয হবে না। তবে অনেক ক্ষেত্রে এগুলো অবৈধ পন্থায় গোনাহের কাজেও ব্যবহার করা হয়। তাই রেজিষ্টার্ড ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি করা উচিত হবে না।-সূরা বাকারাহ, আয়াত নং ২৭৫; সূরা নিসা,আয়াত নং ৩৯; ফাতহুল কদীর ৬/২২৯; ফাতাওয়া তাতারখানিয়া ৮/২১২; আদ্দুররুল মুখতার ৬/৩৯১
![]()
