প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্নঃ- এক স্ত্রী থাকতে আর একটা বিবাহ গুপনে করলে, দুই জায়গাতেই কম বেশি করে গেলে একে অন্যের খবর না পেলে স্বামীর কি পাপ হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
শরীআত কর্তৃক একজন পুরুষকে একসাথে চারজন স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে। তাই একজন পুরুষ চাইলে একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটি বিয়ে করতে পারবে। এতে তার কোন প্রকার গোনাহ হবে না এবং অনুমতি নেওয়াও শর্ত নয়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীকে জানিয়ে করাটাই উত্তম অন্যথায় বিভিন্ন সমস্যার সম্ভাবনা রয়েছে। তবে যদি কেউ দ্বিতীয় বিয়ে করে নেয় (চাই জানিয়ে করুক বা না জানিয়ে) তখন সকল স্ত্রীর মাঝে সমতা রক্ষা করা ওয়াজিব। থাকার ব্যবস্থা, খাবার দাবার, পোশাক এবং রাত্রি যাপনসহ সবকিছুতেই সমতা রক্ষা করা ওয়াজিব। যদি সমতা রক্ষা করতে না পারে তবে দ্বিতীয় বিয়ে করা বৈধ হবে না।-সূরা নিসা ৩, সুনানুন নাসায়ী ৩৯৪২, ফাতহুল কদির ৩/২৩০, মাবসুত ২/৩৬০, আল ফতওয়াল হিন্দিয়া ১/৪০২।