১। কোন সমস্যা নেই। ২। হ্যাঁ, পুনরায় তাশাহহুদ পড়তে হবে। এরপর দূরূদ শরীফ ও দুআ মাছূরা পড়ে সালাম ফিরাবে।

প্রিয় দ্বীনী ভাই আপনার উত্তর দিতে কিছুটা বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। ১। মুক্তাদী দাঁড়িয়ে, (নীচে জমিনে বা চেয়ারে) বসে যেভাবেই নামায আদায় করুক না কেন কোন অবস্থাতেই কোন আমল (যেমন রুকূতে যাওয়া, রুকূ থেকে উঠা, সিজদায় যাওয়া, সিজদাহ থেকে উঠা ...Read More
১। আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইংশাআল্লাহ। আর বান্দার কোন হক নষ্ট করে থাকলে তাওবার পাশাপাশি বান্দার হকও আদায় করতে হবে। ২। সিজদাহ যদি সন্মানের কারনে করা হয় তবে তা হারাম। আর ইবাদাতের নিয়তে ...Read More
১। প্রশ্ন থেকে বুঝে আসে আপনি ওয়াসওয়াসার রোগে আক্রান্ত। এর চিকিৎসা হল আপনি এগুলোর প্রতি কোন ভ্রুক্ষেপ করবেন না। আপনি এগুলোর যত গুরুত্ব দিবেন তত দিনদিন বাড়তে থাকবে। তাছাড়া আউজুবিল্লাহ বিসমিল্লাহ না পড়লে নামায নষ্ট হয় না। যখনি আপনার এমন ...Read More
১। শুধু তাশাহহুদ পড়বেন।–কিতাবুল আছার, পৃষ্ঠা ৫৬; হাশিয়ায়ে তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা ২৫০, ২৫১ ২। ইমাম সাহেব রুকূ থেকে মাথা উঠানো শুরু করার পরেও যতক্ষণ পর্যন্ত তার হাত হাঁটু পর্যন্ত পৌঁছা থাকবে ততক্ষণের মধ্যে মুক্তাদী যদি এতটুকু পরিমাণ ঝুঁকে যে, ...Read More