প্রশ্ন : আসসালামু আলাইকুম সালাম ফিরানোর সুন্নাত তরীকা জানতে চাই? যেমন, আমি সালাম ফিরানোর সময় মাথা নিচু করে (বুকের দিক থেকে কাধ পর্যন্ত) সালাম ফিরাই। ডান দিক ফিরানোর পরে মাথা সোজা করে ২-৩ সেকেন্ড দেরী করে বাম দিকে ফিরাই। আর ইমামের পিছনে হলেও ইমাম প্রথম সালামের পর ২-৩ সেকেন্ড দেরী করে ফিরাই।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

উভয় সালাম কিবলার দিক থেকে শুরু করবে এবং সালামের সময় নজর কাধের দিকে রাখবে। প্রথমে ডানে দিকে সালাম ফিরাবে অতঃপর বামদিকে। ইমাম হলে উভয় সালামে মুক্তাদী, ফেরেশতা ও নামাযী জিনদের প্রতি সালাম করার নিয়ত করবে। আর মুক্তাদী হলে উভয় সালামে ইমাম (যদি মুক্তাদী মাঝে থাকে, অন্যথায় ইমাম যে দিকে থাকবে সেদিকে সালাম ফিরানোর সময় ইমামের নিয়ত করবে), অন্যান্য মুসল্লী , ফেরেশতা ও নামাযী জিনদের প্রতি সালাম প্রদানের নিয়ত করবে। একাকী নামায আদায়কারীর শুধু ফেরেশতাগনের সালাম প্রদানের নিয়ত করবে। ইমামের সালাম ফিরানোর সাথে সাথেই মুক্তাদীর সালাম ফিরাবে। সালাম দীর্ঘ করবে না এবং দ্বিতীয় সালাম প্রথম সালাম অপেক্ষা নিম্ন আওয়াজে বলবে।-সহীহ মুসলিম, হাদীস নং ৯৯৮, ১৩৪৩; সুনানে তিরমিজী, হাদীস নং ২৯৫; সহীহ মুসলিম,হাদীস নং ১৩৪৩; সুনানে নাসায়ী, হাদীস নং ১৩২৩, ১৩১৭; মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং ৩১৪০; সহীহ ইবনে খুযাইমা, হাদীস নং ১২০৯; সুনানে আবূ দাউদ, হাদীস নং ১০০৬; আদ্দুররুল মুখতার ২/২৪১-২৪২, ২/১৭৫ (যাকারিয়া)

Loading