Q : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো:১/ঈশার পর বিতির সালাত পড়ে যেই নফল নামাজ পড়া হয় তা কি বসে পড়া উত্তম?আর উত্তম হলে এটা কি শুধু বিতির পর দুই রাকাত না যত রাকাত পড়ুক বসে পড়বে?২/মসজিদ ছাদ আর ঈদগাহ ময়দানে কি ধান এর কাজ বা দুনিয়াবী কাজ করা যায়?যারা করে এদের কি বলা যায় ফিরাতে?৩/হযরত দোয়া দ্বারা কি মানুষের মরণ এর উচিলা পাল্টায়?যেমন কারো এক্সিডেন্টে মরণ থাকলে তা যদি দোয়া করি আল্লাহ দয়াময় আমার এক্সিডেন্ট মরণ দিওনা এমন দোয়া করে যাওয়া তাহলে কি আশা করা যায় অন্য উচিলা মরণ হবে?আমরা হযরত স্বাভাবিক ভাবে তো দোয়া করি আল্লাহ হঠাৎ মরণ বা এক্সিডেন্ট বা কোনো দূর্ঘটনা মরণ দিও না!

A :

Sorry, this entry is only available in Bengali.