Q : হযরত সালাম নিবেন। হযরত আমার স্ত্রী আমাকে আমার প্রয়োজনের সময় সহবাস করতে দেয়না। তার এ ব্যপারে অনেক অনিহা। আমি ঔষধ ক্রয় করে দিয়েছি কিন্তু সে তা ঠিক মত খায় না। আমি আল্লাহ তা’য়ালার মেহেরবানীতে ও তার দেয়া তাওফিক অনুযায়ী যথাসাধ্য চোখের হেফাজত করতে চেষ্টা করি। কিন্তু দিন দিন আমার এই অশান্তির কারণে আমি বিদিশা হয়ে যাচ্ছি। এই নিয়ে অনেক ঝগড়া, কথা কাটা কাটি, মারামারি, বিচার শালিশ ইত্যাদি ও হয়েছে। এমনকি আমার স্ত্রী অন্যান্য মহিলার সামনে স্বীকার ও করেছে যে সে আমার সাথে পারে না এবং তার এ ব্যাপারে অনিহা আছে। কিন্তু সে দ্বিতীয় বিবাহের ও অনুমতি দেয় না। আমাদের একটি সন্তান ও আছে। আমি বড়ই অশান্তির মধ্যে আছি। না পারছি হালাল দ্বারা যরুরত পুরা করতে না পারছি হারামের দিকে যেতে। কি যে অশান্তি বুঝাতে পারবো না। সারাদিন শুধু অস্তির লাগে। এখন আমার কি করণীয়? (উল্লেখ্য আমি আপনাকে মনে হয় প্রশ্নটি আরেকবার করেছি কিন্তু প্রশ্নটি গিয়েছে কিনা তাই আবার করলাম।)

A :

Sorry, this entry is only available in Bengali.