Q : আসসালামু ওয়ালাইকুমহাদিসে আছে, মা বাবা প্রতি সন্তনের আনেক দায়িত্ব এবং এই দায়িত্ব যত্নের সহিত পালন করতে হবে অন্যথায় গোনাহগার হবে। আমার প্রশ্ন হচ্ছে, ১,সন্তান বলতে ছেলে মেয়ে উভয়কে বুঝান হয়েছে এখেত্রে মেয়ের দায়িত্ব কতটুকু। ২,যদি কোনো মা বাবা কে তার ছেলে সন্তান দেখাশোনা না করে বা ছেলে সন্তান নাই সেখেত্রে হাদিস কি। ৩,মেয়ে যদি বিবাহিতা হয় এবং সামি বা শশুরবাড়ির লোকজন মায়ের খেদমত করা পছন্দ করে না সেখেত্রে কি করনিয়।৪, মায়ের দেখাশোনার জন্য যদি কোনো লোক না থাকে, মেয়ে তার সাথে মাকে এনে রাখে এবং তাতে শশুরবাড়ির লোকজন অখুশি হয় তখন কি করনিয়। ৫,যদি সামির আথিক অবস্থা ভাল না হয় সেখেত্রে মেয়ের করনিয় কি? সামির অবাধ্য হয়ে মায়ের দেখাশোনা করা যাবে কি।উল্লেখ্য,, মা বাবা কে দেখাশোনা করার কেউ না থাকলে , হাদিস অনুযায়ী মেয়ের দায়িত্ব কতখানি এবং দেখাশোনার কেউ থাকলে দায়িত্ব কতখানি।বিস্তারিতভাবে জানালে উপকৃত হব।

A :

Sorry, this entry is only available in Bengali.