Q : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।হযরত যাকাত সম্পর্কে কিছু নিয়ম জানার দরকার ছিল। কারন যাকাতের ব্যপারে আমাদের সমাজ তেমন একটা গুরুত্ব দেয় না lআমার বোন তালাক প্রাপ্ত তার কোন আয় রোজগার নেই আমি তার ভরণ পোষণ নির্বাহ করি।তাঁর কাছে তালাকের পর থেকে অর্থাৎ গত ৩ বছর যাবৎ প্রায় ২ ভরি স্বর্ন আছে এবং কিছু বিদেশি মুদ্রা রয়েছে যার বাজার দর আনুমানিক ৩০০ টাকার মতো lযাকাতের বিধান সম্পর্কে যা জেনেছি তাঁতে তার উপর যাকাত ফরজ হয়ে গেছে মনে হয় স্বর্ণ ও বিদেশি মুদ্রা থাকার জন্য l কিন্তু তার কাছে যে বিদেশি মুদ্রা আছে তা বিক্রি করে এই ৩ বছরের যাকাত পরিশোধ করা সম্ভব হবে না l আর অন্য কোন নগদ অর্থ তার কাছে নেই এমন অবস্থায় তাকে কি তার জমাকৃত স্বর্ণ বিক্রি যাকাত আদায় করতে হবে?আর সে যেহেতু স্বাবলম্বী নয় তাকে কি যাকাত দিতে হবে।

A :

Sorry, this entry is only available in Bengali.