Q : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো ইসলাহ হওয়ার জন্য দেওয়া যাতে একটু অন্তর প্রশান্তি দেয়,উত্তর আশায় থাকলাম:-১/হযরত আমি ইংলিশ এ অর্নাস কম্পলিট করছি এবার মাস্টার্সে ভর্তি হবো,রিজিকের পরিবারের জন্য অনেক জরুরত কিন্তু হযরত আমি চাচ্ছি হালাল রুজি যেনো হয় যেখানে করি,এটা খুঁজতে গিয়ে ওভাবে এখনো মিল হয়নি?কিন্তু পরিবার বুঝতে চাই না,কতক এ মন্দ কথা বলে এটা সেটা বলে,আমি ব্যাংক এ,এনজিও,প্রাণ-আর এফ এল এমন আর কিছু প্রতিষ্টানে লোক নিয়োগ নিচ্চে আমি এপ্লাই করিনা কেনো?করলে কি হয়নি,আমি বলি আবেদন করা ও হারাম বুঝাতে পারিনা,ঠিকমত ইবাদত করা যাবেনা বেপর্দা হবে তাই একটু আমার এই হিসেবে চাকরী কো: সাইড কমের মধ্যে তাও তালাশ করছি,পরিবার কে হযরত কিভাবে বুঝাবো রিজিক আল্লাহ পক্ষ থেকে?ব্যাংক ইত্যাদি এগুলো করা যাবে না?হযরত ও একটু দোয়া করবেন যেনো আল্লাহ খুব তারাতারি হালাল রিজিক ব্যবস্থা করে দেই নামাজ ইবাদত ঠিকমত করতে পারি;২/হযরত অনেকে ইবাদত ঠিকমত করেনা,নামাজ আদায় করেনা আত্মিয় এমন আছে,এরা এমন ভাব যে ইবাদত না করে টাকা মালিক ভালো খুব বুঝায়;আমার রিজিক নেই দেখে এরা কেমন আচরন করে;দুনিয়াদ্বার হয়ে হযরত নিজেকে কিভাবে এই পরিস্থিতি ইসলাহ করবো?আমি সাধ্যমত ইবাদত করছি আর অন্যরা সারা বছর ও ইবাদত না করে দুনিয়া মত্ত তা ও এরা কিভাবে পায় আল্লাহ না করুক মনে এমন আসে যে আমার কি গুনাহ হবে?আর আমার নাই বলে কেমন বুঝায় যেনো?সয়তানের ধোঁকা কত কি মনে আসে?আমি কি করবো আমল;এদের এহেন ব্যবহারে মা ও দেখা যায় এটা সেটা বলে;কিছু করছি না কেনো?হালাল -হারাম কি আছে সবাই করছে না!নিজেকে ইমান এর উপর আল্লাহ ফিকির উপর কিভাবে রাখবো মনে হতাশা হলে?জাযাকাল্লাহু খায়রন ফিদ দারাইন।

A :

Sorry, this entry is only available in Bengali.