Q : আস্‌সালামু আলাইকুম,১) বাবা তার সম্পদ সন্তানকে(১ছেলে-৩মেয়ে) না দিয়ে অন্য কাউকে রেজিস্ট্রি করে দিতে পারবেন কিনা?তাতে করে উনি গুনাহগার হবেন কিনা?উহা কি রকম গুনাহ।২) বাবা তার সম্পদ সন্তানকে না দিয়ে অন্য কোন প্রতিস্ঠানকে(হাস্পাতাল-ডায়াগনস্টিক সেন্টার)/ বৃদ্ধ আশ্রম রেজিস্ট্রি করে দিতে পারবেন কিনা?তাতে করে উনি গুনাহগার হবেন কিনা?হলে,উহা কি রকম গুনাহ।৩) যদি উপরল্লেখিত বিষয়ে দিতে না পারেন তবে কি বাবা তার পুরা সম্পদ সন্তানকে না দিয়ে মসজিদ-মাদ্রাসায় দিয়ে যেতে পারবেন কিনা।৪) বাবা যদি তার সম্পদ সন্তান ও উক্তস্থানের মাঝে দিয়ে যেতে চান, তা সুস্ঠূভাবে কি উপায়ে বন্টন করতে পারেন।৫) অথবা অছিয়ত না করে গেলে সন্তানেরা নিজেদের মধ্যে তা কি ভাবে বন্টন করতে পারেন।উল্লেখ্য, বাবার শুধুমাত্র ৪তালা বাড়ী আছে ও ক্যাশ টাকা আছে।

A :

Sorry, this entry is only available in Bengali.