Q : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো:-১/হযরত আমাদের এই দিকে মৃত ব্যক্তির দাফন কাফন থেকে প্রায় সব মৃত্যুর পর সুন্নাহ পুরো নিয়ম মানে না;এখন এই ক্ষেত্রে মৃত ব্যক্তির কি গুনাহ হবে?এই মরণ পর সব কিছু জাহেল লোকে ভরা থাকে আলেম ভালো নেই ও।২/হযরত আমি মরে যাওয়ার পর দাফন-কাফন থেকে শুরু করে সুন্নাহ নিয়ম ভাবে যেনো করে এই ক্ষেত্রে আমি কি করতে পারি?ভালো মুফতী আলেম নেই?আমাদের এই দিক বেদাতী আলেম ভরা।৩/হযরত মৃত ব্যক্তি কবরে দেওয়ার পর রুহ কি দুনিয়া আসে সময় সময়?আহাল কি করে সে বুঝে?খুশি বা কষ্ট পায় আমলের উপর?এটা কি ঠিক।

A :

Sorry, this entry is only available in Bengali.